সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করেছে সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ (জিওপি)। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
এর পুর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক বারি সিদ্দিকী, জেলা যুবর সভাপতি মুজাহিদ আলী কোখন প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই বিপ্লবের সকল গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর