মিরাবাজার আগপাড়ায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

মিরাবাজার আগপাড়ায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ও উক্ত সংস্থার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মিনহাজুর রহমান মিনহাজ ও সৈয়দ সানিয়াতুজ্জামান বাবর এর উদ্যোগ বুধবার (৫ ফেব্রুয়ারি) সিলেট মিরাবাজারস্হ আগপাড়ায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত বক্তরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম মনসুর এর সভাপতিত্বে ও সৌমেন্দ্র সেন মিহির এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম,সিলেট সিটি করপোরেশন কন্সট্রাকশন অ্যাসোসিয়েশন এর সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, নুরুল হুদা দিপু,আব্দুল মুনিম,মীর্জা আহমদ, আব্দুল জলিল, আব্দুল আওয়াল চৌধুরী সাহেদ,তাজুল ইসলাম তাজ,আব্দুল গফফার, মিনার চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, সুহেল রাহুল, প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর