ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ উপজেলার জামিয়া দারুল ইহসান, সোনাসার-এর ২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে জামিয়া কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামিয়া মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে চমৎকার এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
প্রবীণ ও প্রসিদ্ধ হাফিজে কুরআন হাফিজ মোস্তাকিম আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক চৌধুরী ইকবাল।
জামিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মারুফ আহমদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ইসলামী চিন্তাবীদ, রাজনীতিবীদ ও সমাজসেবী অধ্যাপক এনামুল হাসান ছাবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমদ, জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুনশীবাজার মাদ্রাসার নায়বে মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল হান্নান ক্বাসিমী, ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবীদ মাওলানা আলাউদ্দীন তাপাদার, ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শাহ আলম শাহীন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, তরুণ আলেম সমাজসেবী ও রাজনীতিবীদ মাওলানা আব্দুল করীম, সমাজসেবী মোঃ জয়নুল ইসলাম, জামেয়া দারুল আজহার, দরগাবাহারপুর-এর পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল প্রমূখ।
অনুষ্ঠানে জামিয়ার শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ খাতা-কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে জামিয়া পরিচালনা কমিটির সহ সভাপতি প্রবীণ আলেমে দ্বীন ও রাজনীতিবীদ মাওলানা আব্দুল মুছাব্বীর সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন।
উল্লেখ্য যে, জামিয়া দারুল ইহসান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের অন্তর্গত সোনাসার বাসস্টেশনের পূর্ব পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কের একেবারেই সন্নিকটে অবস্থিত। একদল আল্লাহ ভীরু, সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিভাবান, আলেম এবং হাফিজে কুরআন সৃষ্টির লক্ষ্যে ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি যুগোপযোগী, দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক শিক্ষা কারিকুলামে একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা এনামুল হক জামিয়া দারুল ইহসান প্রতিষ্ঠা করেন। মাত্র ৪ বছরের মাথায় বোর্ড সেরা ফলাফল অর্জন করে সর্বত্র আলোচনায় চলে আসে একেবারে নতুনভাবে চালু হওয়া জামিয়া দারুল ইহসান, সোনাসার। অল্পদিনে শিক্ষার্থীদের অকল্পনীয় ফলাফল এবং ব্যাপক ছাত্রের উপস্থিতিতে জামিয়াকে নিয়ে গেছে দূর বহুদূর।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech