ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি
শনিবার রাত থেকে সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তারই অংশ হিসেবে শনিবার গভীর রাতে নবীগঞ্জের কৈলানপুর গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় নিজ বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫৫)কে আটক করা হয়। সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমম্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। তারই অংশ হিসেবে শনিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন অভিযোগে উপজেলার কুর্শি ইউনিয়নের কৈলানপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে হবিগঞ্জ সদর থানায় রাখার পরদিন (রবিবার) সকালে হবিগঞ্জ সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host