ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের স্বাস্থ্য শিক্ষার বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করলো সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউট (সিএমটিআই)। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সিলেটের সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট হলরুম প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রতিষ্ঠানের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল ফিজিশিয়ান ডা. এম. এ. বাহার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের সিলেট শাখার যাত্রা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দক্ষ স্বাস্থ্য প্রযুক্তিবিদ গড়ে তোলার মাধ্যমে এই প্রতিষ্ঠান চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাওসার হোসেন রকি, আফসার আহমদ, জালাল উদ্দিন, আশরাফ আলী শাওন, সাকিব আল হাসান, আলী হোসেন, মার্জান আহমদ, মারুফ আহমদ, হাসান মোহাম্মদ কাজিম, তাহমিদ হাসান তালুকদার, গোলজার আহমদ, মহিয়া হাসান খান, মো. সামিন ইয়াসার অনিম-সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিতিদের উদ্দেশে প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাইল হোসেন খান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আধুনিক ও ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলা। নতুন এই শাখায় সর্বাধুনিক ল্যাব, অভিজ্ঞ প্রশিক্ষক ও উন্নত কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে।’
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আনন্দ প্রকাশ করে বলেন- ‘সিলেটেই এ ধরনের একটি প্রতিষ্ঠান চালু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এতে স্থানীয় শিক্ষার্থীরা উন্নত মানের মেডিকেল টেকনোলজি শিক্ষা লাভের সুযোগ পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সিলেটে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করলো। আশা করা হচ্ছে, সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইন্সটিটিউটের এই উদ্যোগ সিলেটের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সকলের ধারণা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech