ঢাকা ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন- জুলাই আগস্টের বিপ্লবকে স্থানীয়ভাবে ত্বরান্বিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয়ভাবে প্রশাসনিক ভিত্তি মজবুত রাখতে জুলাই আগস্টের গতিকে কাজে লাগাতে হবে।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধি, সায়রাত মহাল সমূহের লিজগ্রহীতা, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার ধারাবাহিকতায় সকলের সুদৃষ্টি কামনা করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সুশীল সমাজ জনপ্রতিনিধি সাংবাদিক বৃন্দ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech