ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
ছাতক সংবাদদাতা
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আওয়ামী লীগের ক্যাডারদের মতো আচরণ করছেন বলে দাবি করেছেন।
তিনি বলেন, ধানের শীষের গণজাগরণে সরকার ভীতু হয়ে তার বড় ভাই কুতুবুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিএনপি, যুবদল, ছাত্রদলের পাচঁ শতাধিক নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। অন্তত ৩০জন নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
এই মূহুর্তে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই উল্লেখ করে তিনিও যদি গ্রেপ্তার হোন তাহলেও নেতাকর্মীদের মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার আহ্বান জানান।
এসময় ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিনসহ বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech