বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

ওসমানীনগর প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দিপনায় সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৩তম ফুটবল লীগের ফাইনাল সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ইয়াং স্টার ইউ.পি উমরপুর বনাম দেওয়ান বাজার সবুজ দলের মধ্যকার খেলায় ২-৪ গোলের ব্যবধানে বালাগঞ্জের দেওয়ান বাজার সবুজ দল বিজয় লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, বিএনপি নেতা কামরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, আক্তার আহমদ শাহীন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহবাজ আহমদ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রিড়াবিদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন- মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার এই আয়োজনকে ঘিরে বৃহত্তর সিলেট অঞ্চলের ফুটবল প্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ক্রিড়া প্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তারা।

সর্বশেষ ২৪ খবর