ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে আদালতের আদেশ মূলে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির এর নেতৃত্বে পৌরসভার ৮নং ওয়ার্ডের চরেরবন্দ এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়। এসময় সরকারি খাস খতিয়ানভূক্ত ০.০১৪৬ একর জায়গার মধ্যে যেসব অবৈধ স্থাপনা ছিল তা গুড়িয়ে দেওয়া হয়। স্থাপনার মধ্যে ৮টি পাকাপিলার/লিন্টার ও দেওয়াল এবং ২টি টিনের বেড়া অপসারণ করা হয়েছে।
উচ্ছেদ অভিযানে আসা ছাতকের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির জানান- আদালতের নির্দেশে আমাকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আদেশে মন্ডলীভোগ মৌজার ১নং সরকারি খাস খতিয়ানের ২১৮ নং দাগের গোপাট রকম ০.০১৪৬ একর জায়গায় এলাকার বিভিন্ন লোকজন পাকাপিলার/লিন্টার ও দেওয়াল এবং টিনের বেড়া দিয়ে জনসাধরণের রাস্তা দখল করে রেখেছিল, তা উচ্ছেদ করতে বলা হয়েছে।
তিনি বলেন- আদলতে মামলার প্রেক্ষিতে উক্ত ০.০১৪৬ একর জায়গা উচ্ছেদ করে জনসাধরণের রাস্তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- ছাতক সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায়, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, চেইনম্যান আব্দুল হাই, আলবাব হোসেন, অজয় বাবু প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech