ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে গভীর রাতে পরিবারের সদস্যদের জিম্মি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামে মাস্টার আব্দুল আলী’র বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, ঘটনার রাতে মাস্টার আব্দুল আলীর পুত্র, স্বাস্থ্য কর্মী রাজিব মিয়া পরিবার পরিজন নিয়ে একই ইউনিয়নের চেচান গ্রামের শশুর বাড়িতে ছিলেন। তার ভাই সাবেক মেম্বার সুহেল মিয়াও বাড়িতে ছিলেন না। অপর ভাই জুয়েল প্রবাসে থাকেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাদের বৃদ্ধ পিতা মাস্টার আব্দুল আলী। এ সুবাদে ফাঁকা বাড়িতে দুর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
ডাকাতরা ঘরের তালা ভেঙে ঘরে প্রবেশ করে মাস্টারকে জিম্মি করে আলমিরাতে থাকা নগদ অর্থ লুট করে। ওই অর্থের মধ্যে শাপলা ইসলামি যুব সংঘের ক্যাশিয়ার রাজিব মিয়া কাছে সংগঠনের ৯০ হাজার টাকা ও নিজেদের ১ লক্ষ বিশ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ১০ হাজার টাকা এবং ঘরে থাকা ২০ ভরি ওজনের স্বর্ণ, জরুরি কাগজপত্র লুট করে তারা। এ ঘটনায় তাদের ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রাজিব।
এদিকে খবর পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক দোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ মল্লিক ও থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ, সেকেন্ড অফিসার এসআই আব্দুস সাত্তারসহ থানা পুলিশের একটি টিম।
এসময় ভুক্তভোগী মাস্টার আব্দুল আলীকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি জরুরি কাজে কোর্টে ছিলেন। পুলিশকে ঘটনার বিবরণ দেন আব্দুল আলীর পুত্র রাজিব। তিনি বলেন, ডাকাত দল তালা ভেঙে ঘরে ঢুকে তার পিতাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে।
গ্রামের লোকজন জানান, সকালে ঘুম থেকে উঠে ডাকাতির ঘটনা শুনেন। তবে রাতে কোনো হাঁক-ডাক শুনতে পাননি।
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাটি সুষ্ঠু তদন্ত করছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এরকম একটি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ভিকটিমের সাথে এখনো কথা বলা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech