কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের

বিজয়ের কণ্ঠ ডেস্ক
স্বাস্থ্য খাত সংস্কারের ৫ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে এ হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা।
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত রবিবার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা। এতে হাসপাতালগুলোতে সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
সোমবার দুপুর ১২টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তাদের দাবি সম্বলিত প্লেকার্ড প্রদর্শন ও নানা স্লোগান দেন তারা। পরে সিভিল সার্জন বারবার স্মারকলিপি প্রদান করেন তারা।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সারা দেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে আজ মঙ্গলবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যাবেন।
এদিকে স্মারকলিপি গ্রহণ করে সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী ইন্টার্ন চিকিৎসকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

সর্বশেষ ২৪ খবর