সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো সিলেটে শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় তাদের আহবানে মিডলেভেল এবং মেডিকেল কলেজের শিক্ষকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ না দেওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকেরা জানান, শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি দেওয়া হবে না এ নিয়ে আজকে কোর্টে যে রায় হবে সিটে যদি তাদের পক্ষে না আসে তাবে বুধবার বিকাল থেকেই কমপ্লিট শাটডাউন জাবেন তারা। এতে রোগীদের সেবায় যে ব্যাঘাত ঘটবে তার দায় ইন্টার্ন চিকিৎসকেরা নিবেন না।
ইন্টার্ন চিকিৎসকদের এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন মিডলেভেল এবং মেডিকেল কলেজের শিক্ষকরা।
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির সাথে একমত আমরা। ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাটডাউনে গেলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটবে। আমরা চাইবো অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

সর্বশেষ ২৪ খবর