ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এসবিডাব্লিউএ) গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, তারা এডিনবরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। ২৩ ফেব্রুয়ারি এডিনবরার পোর্টোবেলোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সামাজিক সংহতি ও আন্তঃসাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির একটি অনন্য উদাহরণ হয়ে উঠেছিল। এই উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংযোগ আরও দৃঢ় করেছে এবং ভাষাগত বৈচিত্র্য, বহুভাষিকতা এবং বিশ্বব্যাপী মাতৃভাষার সংরক্ষণকে উৎসাহিত করেছে।
এই বহু-সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য, এমবিই এমএসপি, ছায়া মন্ত্রী সংস্কৃতি, ইউরোপ এবং আন্তর্জাতিক উন্নয়ন, যিনি (এসবিডাব্লিউএ)-এর প্রতিষ্ঠাকালীন পরামর্শদাতা ফয়ছল হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের জন্য মাতৃভাষাকে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধুমাত্র সাংস্কৃতিক সংযোগ বজায় রাখতেই সাহায্য করে না, বরং সমাজে অন্তর্ভুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষ অংশ নেন। যার মধ্যে ছিলেন- বাংলাদেশি-স্কটিশ, আইরিশ, ইংরেজ, ফরাসি, জার্মান, পোলিশ, আফ্রিকান, স্প্যানিশ, জাপানি, গ্রিক এবং ভারতীয় শিল্পী ও দর্শনার্থীরা।
স্কটিশ বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মি. জিয়াউদ্দিন খান সিদ্দিক (সুমন) তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা এই অর্জনে অত্যন্ত গর্বিত এবং যাঁরা এই অনুষ্ঠান সফল করতে সহায়তা করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক মি. খান এলাহী এডিনবরায় একটি স্থায়ী ‘শহীদ মিনার’ (স্মৃতিস্তম্ভ) প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যেমনটি বিশ্বের অন্যান্য শহরে (লন্ডন, প্যারিস, লিসবন, টরন্টো) ইতিমধ্যেই রয়েছে।
এছাড়াও, সংগঠনের ইভেন্ট ম্যানেজমেন্ট সচিব মি. নাজিম আহমেদ অতিথি, শিল্পী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান, যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অনুষ্ঠান সফল হয়েছে।
এই সংগঠনের লক্ষ্য হলো শিক্ষার উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট, শিল্প, ঐতিহ্য, সংস্কৃতি, বিজ্ঞান, সামাজিক কল্যাণ, স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করা। ২০২২ সালের এপ্রিলে স্কটিশ চ্যারিটি রেজিস্ট্রিতে নিবন্ধিত হওয়ার পর থেকে, আমরা কমিউনিটির সেবা প্রদানে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech