কোম্পানীগঞ্জে আন্তঃ মাধ্যমিক ফুটবলে চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

কোম্পানীগঞ্জে আন্তঃ মাধ্যমিক ফুটবলে চ্যাম্পিয়ন ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জে আন্ত মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ রণিখাই ইউপির গৌরিনগর গ্রামে ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের আয়োজনে আন্তঃ মাধ্যমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফুলকুঁড়ি আইডিয়াল স্কুল এর ম্যানেজিং ডিরেক্টর আরশ আলীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক কবির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসাবে বক্তব রাখেন সিলেট-৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আব্দুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ রণিখাই ইউপির প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউপি সদস্য মাহবুবুর রহমান, সাবেক মেম্বার সোহেল আহমদ, বিশিষ্ট মুরব্বি সুলতান মিয়া, আলা উদ্দিন, মবশ্শির আলী প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর