ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ২য় রাসেল মাহবুব ২৯নং ওয়ার্ড ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় চন্ডিপুলে একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় ‘বাংলাদেশ দল’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ইতালি দল’।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম।
লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খসরু’র সভাপতিত্বে ও আক্কাছ উদ্দিন আক্কাই’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াইয়ের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুল, জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, জাতীয় ফুটবল দলের কোচ রাহেল আহমেদ, জেলা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় কামরুল হাসান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, লাউয়াই স্পোর্টিং ক্লাবের অর্থ সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক লাউয়াই স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের জীবন সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব।
খেলা পরিচালনা করেন আক্কাছ উদ্দিন আক্কাই। তাকে সহযোগিতা করেন, নাসির উদ্দিন, জাহাঙ্গীর খান, আমীন উদ্দিন আহমেদ, ইসমাইল আব্দুল্লাহ শিহাব, ফাত্তাহ আহমেদ ও খলিল আহমেদ। টুর্নামেন্টে ২৯ নম্বর ওয়ার্ডের মোট ৪০টি টিমে ১৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech