ছাতকে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

ছাতকে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ৩

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সেনাবাহিনী-পুলিশের পৃথক যৌথ অভিযানে ইয়াবা টেবলেটের ২টি চালানসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার সকালে আটক ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সোয়া ১০টায় ছাতক উপজেলা পরিষদের নিকটবর্তী কোর্টরোড এলাকার নিজ বাসা থেকে মামুন মিয়া নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮৯৭২ টাকা উদ্ধার করা হয়। তার নামে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
একই দিন শেষ রাতে অপর আরেকটি অভিযানে উপজেলার সুরমা সেতুর টোলপ্লাজা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় অটোরিকশাসহ তানভির আহমদ ও বিল্লাল মিয়া নামে দু’জনকে আটক করা হয়। এরা পৌরসভার বাশখলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুখলেছুর রহমান আকন্দ মামলার বিষয় নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে পৃথক ২টি মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সুয়েব বিন আহমদ জানিয়েছেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর