চিকনাগুলে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

চিকনাগুলে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী মাহতাব আহমদ ও রাসেল আহমেদ-সানোয়ার উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত ১শত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামস্থ বাড়িতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম সাজিদ আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে করে অসহায় মানুষের কষ্ট খানিকটা লাঘব হবে। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। পরিশেষে মরহুম সাজিদ আলী ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।
এর তদারক সমাজসেবী জামাল আহমদ জানান গরীব, দুস্থ, ও এতিম পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি তৈল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ছোলা, ১ কেজি খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল হক, মখলিছুর রহমান, মাস্টার হেলাল আহমেদ, প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর