প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
প্রবাসী দাদু ভাই ছইল মিয়ার পরিবারের পক্ষ থেকে ও আর্তমানবতার সেবায় নিয়োজিত প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এলাকার শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পালেরচক গ্রামে ফাউন্ডেশনের কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি তাওহিদুর রহমান রুহিনের সভাপতিত্বে ও সহসভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালেরচক নতুন জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আলতাব হোসেন, পালের চক নতুন জামে মসজিদের ছানী ইমাম হাফিজ জালাল আহমদ, সদস্য আলী হোসেন, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, কামরান আহমদ, গ্রামের মুরব্বি মুসলিম আলী, সফর আলী, তসির আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।

সর্বশেষ ২৪ খবর