ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে বালাগঞ্জ বার্তা ও নিরাপদ এনজিও এর উদ্যাগে ১০ম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে ৪৮ জন তরুন তরুনী অংশ গ্রহন করেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গোয়ালাবাজার লার্নিং পয়েন্ট হল রুমে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আশরাফুজ্জামান (পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরিফ আহমদ চৌধুরী, উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সাংবাদিক সাইফুর এম রেফুল, মানবাধিকার সংস্থার সভাপতি আরজু মিয়া।
সমাপনী অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হয়। সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা সম্পাদক ও প্রকাশক শাহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার, জয়নাল আবেদীন।
পবিত্র কালামে পাক থেকে তেলায়ত করেন কাজি খলিলুর রহমান। সভায় প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও লিবা বেগম। প্রশিক্ষণে ৩০ জন তরুন ১৮ জন তরুনী অংশ গ্রহন করেন।
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, আশরাফুজ্জামান, (পিপিএম) বলেন, মানব জীবনে শিক্ষার কোনো শেষ নেই, সাংবাকিতার মান বৃদ্ধিতে এ প্রশিক্ষণ নতুনদের সহায়ক হবে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন- তথ্য প্রযুক্তির এ যুগে সাংবাদিকদের সব বিষয়ে জ্ঞান থাকা দরকার। অংশ গ্রহনকারীদেরকে এ প্রশিক্ষন নিশ্চই জ্ঞানবৃদ্ধি করেছে। এ জ্ঞান কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। এ আয়োজন প্রশংসার দাবিদার।
সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী বলেন, আমাদের সময় অনেক কষ্ট করে সাংবাদিকতা করতে হয়েছে, এখন প্রযুক্তির কারনে অনেকটা সহজ হয়েছে। এই প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। প্রশিক্ষনে কেন এ আযোজন, সাংবাদিকতা, সংবাদপত্র ও তার ইতিহাস, সংবাদ লেখার কৌশল, সাংবাদিকতার সমস্যা, শব্দের বানান ও ব্যবহার, সাংবাদিকতায় তথ্য প্রযুক্তি, ভিডিও ধারন, ছবি তোলা, ফিচার, সাংবাদিকতার নীতিমালা, আইন, বিষয়ে সেশন পরিচালনা করা হয়।
উল্লেখ্য যে, এ পর্যন্ত ১০টি প্রশিক্ষনে প্রায় ২ শতাধিক জন প্রশিক্ষন নিয়ে বর্তমানে দেশে বিদেশে সাংবাদিকতায় কর্মরত ও প্রেসক্লাবে জড়িত আছেন। আয়োজক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন জানান- আগামীতে অন্যান্য উপজেলায় এ ধরনের কর্মশালা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech