ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ একটি সফল অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জকিগঞ্জ থানাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। অভিযানে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন(৩২), জকিগঞ্জ পৌরসভা এলাকার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও উপজেলার মাঝবন্দ হেতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো. জাবেদ আহমদ(৩৫)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামে।
গ্রেফতারকৃতদের মধ্যে জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় তিনটি ডাকাতি ও দুটি চুরির মামলা রয়েছে। জসিম উদ্দিনের বিরুদ্ধে দুইটি ডাকাতি ও চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তারা।
পুলিশ জানায়, ডাকাত সদস্যরা দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জকিগঞ্জ থানা পুলিশ তাদের অভিযানকে অপরাধ দমনের বড় সাফল্য হিসেবে দেখছে। পুলিশ আরও জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে অপরাধীরা আইনের আওতায় আসে এবং এলাকার জনগণ নিরাপদ থাকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech