ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছনবাড়ী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার সময় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আব্দুর রফিক এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামেয়া কুরআনিয়া নোয়াকোট মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ফখরুল আমিন ও গীতাপাঠ করেন শ্রাবণী দাশ এবং বিদায়ী পরীক্ষার্থীর মধ্যে থেকে মানপত্র পাঠ করেন রুকাইয়া তাসনিম রুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন, থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র গ্রামের সালিশ ব্যক্তিত্ব মোঃ হারিছ আলী, আব্দুর নূর, ইদ্রিস মিয়া, লালু মিয়া, বাবুল মিয়া, ইসমাইল আলী, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন, রুবেল মিয়া, মুকুল কুমার দাস, আব্দুল লতিফ, মুরাদ হোসেন,মনাফ, রুস্তুম আলী,বদরুল আলম,অফিস সহায়ক তরিকুল ইসলাম খাঁন, জাবেদ মিয়া, পরিচ্ছন্নকর্মী সামছুর রহমান, আয়া হোসনা বেগম, নৈশ প্রহরী তাজ উদ্দিন, অধ্যয়নরত দশম শ্রেণির এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ ২৪ খবর