ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে এক কৃষকের বাড়িতে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৬ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ইফতারের পূর্বে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্জাদ গ্রামে এ হামলার ঘটনাটি ঘটেছে। হামলায় আহত এক নারীকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্য আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে সোমবার রাতেই মো. মোশাহিদ আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জাদ গ্রামের কৃষক আরজদ আলীর সাথে গরু চুরির বিষয় নিয়ে একই গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে সোমবার ইফতারের পূর্বে দিলোয়ার হোসেনের লোকজন আরজদ আলীর বাড়িতে ঢুকে বাকবিতন্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আরজদ আলী ও তার স্ত্রী ৩ মেয়ে সুবনা বেগম, সোনিয়া বেগম ও রুজিনা বেগম আহত হয়। এর মধ্যে রোজিনা বেগমকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মোজাক্কির হোসেন বলেন, খবর পেয়ে কৃষক আরজদ আলীর বাড়িতে গিয়ে তার স্ত্রী ও মেয়েদের আহত অবস্থায় দেখেছি। আমার ধারনা পূর্ব বিরোধের জেরে এ হামলা ঘটনা ঘটতে পারে।
থানার উপ-পরিদর্শক আব্দুস ছাত্তার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech