ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ওসমানীনগরে বিএনপির ইফতার মাহফিলের প্রস্তুতি

হারুন রশিদ, ওসমানীনগর প্রতিনিধি

এবার রোজার মাসে বাড়বে বিএনপির সাংগঠনিক ব্যস্ততা। ইফতারের আনুষ্ঠানিকতার পাশাপাশি মাসজুড়েই চলবে বিভিন্ন পর্যায়ের পুনর্গঠন প্রক্রিয়া। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন জেলা এবং অঙ্গ-সংগঠনের কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নানা স্তরে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। এর মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে দলীয়ভাবে ইফতার মাহফিলের প্রস্তুতি শুরু। তারই ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপি’র উদ্যোগে ৮ ইউনিয়নে পৃথকভাবে ইফতার মাহফিলের প্রস্তুতি ঘোষণা করা হয়েছে।

৪ মার্চ (মঙ্গলবার) রাতে উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ইফতার মাহফিলের সময় নির্ধারণ করে, ঘোষণা করার পর দফতর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু’র সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থান ও সময় সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলাহয় আগামী ৫ই রমজান ৬ মার্চ (বৃহস্পতিবার) ওসমানীনগর উপজেলা বিএনপি’র আওতাধীন ৭নং দয়ামীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় দয়ামীর বাজারের একটি কমিউনিটি সেন্টারে প্রথম ইফতার মাহফিল। এরপর নির্ধারিত তারিখ ও সময়ে প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হইবে। প্রত্যেক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা।

এবিষয়ে তাহসিনা রুশদী লুনার সাথে যোগাযোগ কালে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এই ফ্যাসিস্টের বিদায় বাংলাদেশের সাধারণ মানুষ আজ মুখ খুলে কথা বলতে পারছে। দেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। তাই আমাদের দলের নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে ইফতার আয়োজনের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনায় ইতি মধ্যে ধাপে ধাপে জেলা উপজেলায় ইফতার মাহফিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের উপজেলা গুলো ও ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে করে আমাদের তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখা ও থাকার আহবান জানান তিনি।
পাশাপাশি বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সকলের প্রতি দোয়া কামনা করেন তাহসিনা রুশদী লুনা।

বিএনপির হাই কমান্ড সূত্রে জানা গেছে
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আছেন। সেখানেই সাবেক এই প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন বলে জানা গেছে।

নির্বাচন নিয়ে বারবার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখা ঘোষণা করেনি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে রূপরেখা না দিলে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিতও রয়েছে হাই কমান্ড থেকে।
নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও তাদের রাজপথের কর্মসূচিতে যেতে হবে। এরই অংশ হিসেবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সক্রিয় রাখতে পুরো রমজান তৎপর থাকবে। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন নেতারা। গত বছর ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। এর পর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি তৃণমূলে সহস্রাধিক ইফতার মাহফিল আয়োজন করে। কিন্তু বেশির ভাগ কর্মসূচিতে ক্ষমতাসীনরা হামলা ও বাধা দিয়েছিল।

এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। নেতাকর্মীরা মনে করছেন, এবার নির্বিঘ্নে রোজা ও ঈদ উদযাপন করতে পারবেন তারা। বাড়তি হিসেবে আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরা এলাকায় অবস্থান নিয়ে গণসংযোগ করবেন। ইফতার ও ঈদের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নেতাদের বন্ধন আরও দৃঢ় হবে।

সর্বশেষ ২৪ খবর