ঢাকা ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা কৃষক দলের সহসভাপতি ও রামপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল গণি মিয়ার উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ‘রামপাশা ইউনিয়নবাসী’র ব্যানারে উপজেলার রামপাশা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ‘হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী কুখ্যাত ইয়াবা সম্রাট তবারক আলীসহ সকল আসামীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এলাকার মুরব্বি সদাই মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আয়াজ আলী, ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ।
এ সময় উপস্থিত স্থানীয় ব্যক্তি মৌরশ আলী, বাদশা মিয়া, দিলনুর মিয়া, স্বপন রাজ, ওয়াসিম, ফয়জুল ও সাইদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech