জকিগঞ্জে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

জকিগঞ্জে ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের ইফতার

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের সামাজিক ও মানবিক সংগঠন ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের চৌধুরী বাড়িতে (উত্তরবাড়ি)-এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার ধনী-গরীবের ভেদাভেদ ভূলে সকল শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের অন্যতম পরিচালক রুম্মান আহমদ চৌধুরী ও পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হোসাইন চৌধুরী তারেক।
ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সামাদ চৌধুরীর স্বাগত বক্তব্যে সূচীত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শামীম আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের শেরুলভাগ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল হামিদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান ও তরুণ আলেম মাওলানা আব্দুস শহীদ প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে এলাকার শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ সহ সর্বস্তরের শতশত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এলাকার সকল মুরদেগানদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জামডহর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছিদ্দিকুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর