নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে : বিয়ানীবাজারে অ্যাড. এমরান চৌধুরী

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে : বিয়ানীবাজারে অ্যাড. এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তি আবারও সক্রিয় হয়ে উঠবে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিপক্ষে কাজ করবে। নির্বাচন যত দেরি হবে, তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে শুরু করবে।
সোমবার বিয়ানীবাজার উপজেলায় দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। হত্যা, গুম, খুন, লুটপাট, নৈরাজ্য-এসবের মাধ্যমে তারা দেশকে এক গভীর সংকটে ফেলেছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে জনগণকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।
দোবাগ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি কয়সর আহমেদ চৌধুরী সভাপতিত্বে সিলেট মহানগর জাসাস যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ চৌধুরী পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপি উপদেষ্টা আম্বিয়া আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক কামাল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সুভাষ, সেওলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক,বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান , তানভীর আহমেদ, আলাই, বাসিত, শামীম, যুবদল নেতা সরওয়ার খান, আব্দুল গণি, নুরুল আমিন, জসিম উদ্দীন, আব্দুল বাসিত, আলতাফ হোসেন, তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ, খাড়াভরা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর