লুনার গাড়ীতে হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

লুনার গাড়ীতে হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে প্রচারপত্র বিতরণ কালে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদির লুনার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) বিকালে ওসমানীনগরের থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কওছর মিয়া(২৮)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র।
জানা গেছে, রবিবার ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত হয়ে প্রচারপত্র বিতরণকালে নিজের গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তাহসিনা রুশদির লুনা। গাড়িতে হামলার ঘটনায় জড়িতরা কেন এখনো গ্রেফতার হলো না? মামলার আসামীরা কোথায় আছে? তাদেরকে অবিলম্বে গ্রেফতার কারার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো পক্রিয়াধীন এবং এই মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের পক্রিকা চলমান রয়েছে।
এদিকে চলতি মাসের মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালাবাজার থেকে একই মামলার আসামি আওয়ামিলীগ নেতা, গোয়ালা বাজার ইউপি সদস্য বেলাল আহমদকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর