ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
ওসমানীনগর প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনার গাড়ি ভাঙচুর মামলায় এক দিনের ব্যাবধানে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮মার্চ) দুপুরে উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডী রোড সংলগ্ন সফিনা তাহির আলী জামে মসজিদের পাশ থেকে যুবলীগ নেতা ফরুক (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরুক তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।
এরআগে সোমবার সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিযান চালিয়ে একই মামলায় অভিযুক্ত আসামি গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের লাল মিয়ার পুত্র কওছর মিয়াকে গ্রেফতার কারা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ি ভাঙচুর মামলায় অভিযুক্ত ফারুক দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech