ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকায় দখলকৃত সরকারী জমি উচ্ছেদের পর পুনরায় দখল করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার দু’পক্ষ গত ১৫ মার্চ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন। জনসাধারনের চলাচলের জন্য রাস্তার জমি দখল নিয়ে এলাকার দু’পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি দ্রুত নিম্পত্তি না হলে উভয় পক্ষের মধ্যে দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ০৮নং ওয়ার্ডের চরেরবন্দ গ্রামে ২১৭নং জেএলস্থিত মন্ডলীভোগ মৌজার ১নং সরকারি খাস খতিয়ানের গোপাট রকম ভূমি যা বর্তমানে জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার হচ্ছে। ২১৮নং দাগের গোপাট শ্রেনীর ০.১৮একর ভূমি উদ্ধারের জন্য সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে এলাকার ওয়াশিদ আলমসহ ৩৯জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাস্তার জমি উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের আদেশ দেওয়া হয়। রাস্তা ভূমি হইতে অবৈধ দখলদারদের নিকট হইতে রাস্তার ভূমি উদ্ধারের লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে সহকারী কমিশনার (ভূমি) মো.আবু নাছির উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এই উচ্ছেদ অভিযানের পরও গত (১১ মার্চ) সকালে আদালতের আদেশ অমান্য করে উক্ত রাস্তা জমির কিছু অংশ এলাকার জাবেদ মিয়া পক্ষ নতুন করে দখল করার জন্য বাঁশ দিয়ে দখলের পায়তারা করছেন। যে কারনে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ তৈরী হয়েছে।
এবিষয়ে প্রতিপক্ষ জাবেদ মিয়া বলেন, স্থানীয় ভুমি অফিসে সার্ভেয়ারের সাথে আলোচনা করেই বিল্ডিংয়ের পাশে বেড়া দেওয়া হয়েছে। যারা অভিযোগ করেছেন, তারা আমার বাড়ির মহিলাদের গালমন্দ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ লিখিত অভিযোগের বিষয়ে বলেন, দু’পক্ষের লিখিত আভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech