কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ’র ইফতার ও দোয়া

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ’র ইফতার ও দোয়া

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার টুকেরবাজার মেজবাণ রেস্টুরেন্টে কোছাক এর সভাপতি এম ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের পরিচলনায় সৌরভ আহমদের কুরআন তেলওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোছাক এর দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোছাক বোর্ডের নির্বাহী পরিচালক আলহাজ্ব শামীম আজাদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোছাক বোর্ডের পরিচালক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সৈয়দুজ্জামান, কোম্পানীগঞ্জ মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, সহকারী শিক্ষক মাসুক রানা, রিপন আহমদ, আব্দুর রহিম।
এছাড়াও কোছাক কার্যনির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক রাসেল আহমদ, সাংকৃতিক সম্পাদক জাহিদ হাসান, কার্যকরি সদস্য সামছুজ্জামান, জামিল আহমদ, আমিনুল তালুকদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন পাড়ুয়া ফিলিং স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রুহুল আমিন সিরাজী।

সর্বশেষ ২৪ খবর