নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংগঠন নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপি মাহে রামাদানে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিক অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতারের পূর্বে নগরীর ক্বিনব্রিজ, সুরমা মার্কেট পয়েন্ট এলাকায় কয়েক শতাধিক পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন করা হয়।
নকশী বাংলা রামাদান ফুডপ্যাক প্রকল্পের পরিচালক, সাংবাদিক মো. হাবিবুর রহমান বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র মাহে রামাদানের শুরু থেকে আমরা দরিদ্র-নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করেছি। মাসব্যাপী ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা দরিদ্র পথচারী ও নিম্নআয়ের রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছি। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাড়াঁনো আমাদের মানবিক দায়িত্ব।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশন এর সভাপতি প্রিন্সিপাল মো. শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, অর্থ সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক প্রভাষক মো. একরাম হোসেন তালুকদার, কার্যকরী সদস্য জাকির হোসেন, শরিফ আহমদ, মো. রুহুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ ২৪ খবর