ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নে সরকারের ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য ও খাদ্যবান্ধন কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০) মার্চ দুপুর ১২টায় চিকনাগুল বাজারস্থ মক্কা মার্কেটে ডিলার মুক্তার মিয়ার দোকানে এই কর্মসূচীর উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বানু চন্দ্র নাথ।
ডিলারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার মুক্তার মিয়া জানান, আমার বিরদ্ধে মিথ্যা বানোয়াট বিত্তহীন অপপ্রচার চালানো হচ্ছে। যার কোনো সঠিক তথ্য প্রমান নেই, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতে চিকনাগুল ও দরবস্ত ইউনিয়নে এই কার্যক্রমগুলো বাস্তববায়ন করা হয়। এখানে দুর্নীতি ও নিয়মের কোন সুযোগ নেই।
কয়েকজন উপকার ভোগী জানান ডিলার পন্য আসা মাত্র আমাদের খবর দেন আমরা দোকানে এসে পণ্য সংগ্রহ করে নিয়ে যাই। তিনি আমাদের কাছ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী টাকা নেন এর বাহিরে কখনো টাকা দাবী করেন নি বা কখনো খারাপ আচরণ করেননি।
এই বিষয়ে দায়িত্বে নিয়জিত ট্যাগ অফিসার বানু চন্দ্র নাথ জানান, চিকনাগুল ইউনিয়নে ৮০৭ জন উপকার ভোগী সরকারের এই কর্মসূচীর আওতায় রয়েছেন। এর মধ্যে টিসিবি স্মার্ট কার্ড রেজিষ্ট্রেশন জটিলতায় এখনো অনেকেই পণ্য সংগ্রহ করেননি, আশাকরিছি তালিকাভুক্ত সবাই শীঘ্রই পণ্য নিবেন। এছাড়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় এই ইউনিয়নের ১৪২ জন উপকরণ ভোগীদের মধ্যে ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক উপকারভোগীগণ সরজমিনে উপস্থিত হয়ে পণ্য সংগ্রহ করছেন, এখানে কোনো অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech