ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভোলাগঞ্জ ১০ নাম্বার এলাকায় প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৮ মার্চ হঠাৎ করে উপজেলা প্রশাসন ১০ নম্বর এলাকায় অভিযানে গড়ে উঠা স্থাপনা ও শতাধিক স্টোন ক্রাশার মেশিন পেলুডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন এতে করে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানের কারণে শুধু ব্যবসায়ীরা নয়, কয়েক হাজার শ্রমিকও জড়িত রয়েছে। এতে সবাই লোকসানের মুখে কর্মহীন হয়ে পড়েন। অবিলম্বে প্রশাসনকে এই অভিযান বন্ধে ও বিকল্প স্থায়ী ব্যবস্থা করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ভূইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক শানুর মিয়া, কোষাধ্যক্ষ পারভেজ আহমদ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সদস্য আবুল ফজল, সুন্দর আলী, আখতারুজ্জামান নেমান, কাওছার আহমদ, জাফর আহমদ, রুহান আহমদ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech