ঢাকা ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ এপ্রিল অত্র স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান এর সঞ্চালনায় নবম শ্রেণির শিক্ষার্থী নাফিস আহমেদ এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে স্কুলের হলরুমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিম আরা বেগম। এসময় তিনি বলেন আমরা যখন ছোট ছিলাম তখন এলাকায় এরকম প্রতিষ্ঠান ও পড়ালেখার সুযোগ সুবিধা ছিলোনা। তাই শহরে পড়ালেখা করে আজ এই জায়গায় পৌঁছেছি। আমাদের এলাকায় অনেক গুণীজন রয়েছেন তাদের কে অনুসরণ করে পড়ালেখায় মনোযোগী হয়ে সাফল্যের পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রাখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ূন কবীর,এডহক কমিটির সদস্য বদরুল আলম, সাবেক শিক্ষানুরাগী সদস্য হাজি আজির উদ্দিন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদুল হাসান নাঈম বলেন এই বিদ্যালয়ে পড়ালেখা করে প্রতিভা বিকাশ করে উপজেলা থেকে শুরু করে রাজধানী ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করি। আমাদের এলাকায় অনেক গুণীজন রয়েছেন বিশেষ করে এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান স্যার। তিনি শুধু আমাদের এলাকা নয় কোম্পানীগঞ্জ সিলেটের গর্ব। ওনাদের মতো গুণীজনদের অনুসরণ করে শিক্ষাক্ষেত্রে তোমাদের এগিয়ে যেতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রণজিৎ চন্দ্র মন্ডল, মো: আব্দুর রউফ, পার্থ কুমার,তুলি দাস উবায়দুর রহমান।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুখলিছুর রহমান এর মোনাজাতের মাধ্যমে এবং সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রুবাইয়া আক্তার, নাদিম আক্তার ও স্কুলের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী রেজিনা আক্তার সোমা।
আরও উপস্থিত ছিলেন সুপ্রীতি দেবী,মাঈন উদ্দিন, তানভীর আহমদ,বিদ্যালয়ের বিদায়ী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech