ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আবু তাহের (১৯) নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে মারাত্মক আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখন কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গুরুতর আহত আবু তাহের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া কান্দিগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে। সে শ্রীরামপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।
চলতি বছরের গত ২৮ মার্চ রাত ১২টায় আবু তাহেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে পিঠিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় তাকে বিদ্যুতিক শক দিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মধ্যরাত পর্যন্ত নির্যাতন চালিয়ে মৃত ভেবে তাকে গাজী বোরহান উদ্দিন সড়কের পাশে ফেলে চলে যায় দুবৃর্ত্তরা। বর্তমানে আহত আবু তাহের সিলেট ওসমানী হাসপাতালের আইসিসিইউতে ভর্তি আছে।
এ ঘটনায় আহতের চাচা মৃত চেরাগ আলীর পুত্র নূরুল ইসলাম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং- ০৩, তারিখ ০৩/০৪/২০২৫ইং।
মামলার আসামিরা হলেন, নলুয়া কান্দিগ্রামের মৃত আব্দুর রহিম চেরাগের ছেলে রাহেল আহমদ (২২), একই গ্রামের লায়েক আহমেদের ছানি আহমদ (২০), তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আহমদ (২০), দাসপাড়া এলাকার আব্দুল আজিদের ছেলে মাহবুব (২০) সহ অজ্ঞাত নামা আরও ৫/৬জন আসামি। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, আসামিরা পলাতক আছে, তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech