ঢাকা ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
হারুন রশিদ, ওসমানীনগর
সিলেটের ওসমানীনগরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক আওয়ামী লীগ নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া ও পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনায় দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশী অভিযান চালিয়ে দায়ের করা পুলিশ এসল্ট মামলায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হাজিপুর গ্রামের মৃত কাদির মিয়ার পুত্র তাজিনুর মিয়া(৪৫) ও একই গ্রামের মৃত ছনুই উল্লাহর পুত্র অপু আহমদ(৩৫)।
বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস.আই সফিক মিয়া।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ বিকালে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করার পর পুলিশের গাড়ি ভাংচুর ও হামলা চালিয়ে আকছার আহমদকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। এসময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। আহত হন পুলিশসহ ৭ জন। হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর ও গ্রেফতারকৃতকে ছিনিয়ে নেয়ার অভিযোগে ১৮ জনকে অভিযুক্ত করে ২ এপ্রিল থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech