ঢাকা ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫
শাল্লা থেকে বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের অন্তর্গত মির্জাকান্দা গ্রামের মুক্তার আলীর ছেলে আসমত আলী ও নিয়াজ আলীর ছেলে জাফর মিয়া (২২) এর লোকজনের মাঝে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ও বাড়ির আঙ্গিনায় লাগানো ছাইল্লা ঘাস গরু দিয়ে খাওয়ানো কে কেন্দ্র করে ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল অনুমান ৭টায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয়পক্ষের কম পক্ষে ৩০ নারী পুরুষ আহতের সংবাদ পাওয়া গেছে।
উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন- মাসুম মিয়া (২০) পিতা আব্দুল হামিদ, জুয়েল (২৫) পিতা মুক্তার আলী, ফাহিম মিয়া(১৪) পিতা আব্দুর রহমান, জাফর মিয়া (৩৫) পিতা নিয়াজ আলী, কাদির মিয়া (২৮) পিতা মদন মিয়া, শাহ আলম (২৫) পিতা খোরশেদ মিয়া, মুসলিম মিয়া (১৬) পিতা হামিদ মিয়া, এনামুল হোসেন (১৮) পিতা তায়েব আলী, রাব্বিল মিয়া (১৭) পিতা আজিদ মিয়া, আব্দুর রহমান (৪০) পিতা মাঞ্জু মিয়া, মুক্তার আলী (৬৫)পিতা মৃত আব্দুল গফুর, ওয়াহেদ মিয়া( ৩৫), শফিউল্লাহ (৪৫), ফুলেছা বেগম (৪৮) পিতা মৃত হরমুজ আলী, জরিনা বেগম (৪০) স্বামী আরশ আলী, রোশনা বেগম (৫৫) স্বামী মুক্তার আলী, বাবুল মিয়া (৪৮) পিতা মন্তূ মিয়া, আলী আজগর (২৮) পিতা আক্তার হোসেন, জামাল মিয়া (২২) পিতা কামাল মিয়া, নিয়াজ আলী(৬৫) পিতা মৃত সুরুজ আলী, আল হাদিস (২০), হাবিব (১৮) পিতা কবীর মিয়া, মেহেদী (২২) পিতা মুক্তার আলী।
গ্রামের বিভিন্ন লোকজন, স্থানীয় ওয়ার্ড সদস্য আলমাস মিয়া ও শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সাথে কথা হলে জানা যায় তন্মধ্যে গরুতর আহতদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশ পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও অনেকই প্রাথমিক ভাবে আহত হয়ে বিভিন্ন হাটবাজারে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।
অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত আছে, মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech