ঢাকা ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
কুলাউড়া সংবাদদাতা
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ৪৪ জনের পর বৃহস্পতিবার আরও ১৪জনকে পুশইন করেছে তারা।
সকাল ১০টার দিকে কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। এরমধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ জন শিশু।
তাদের পরিচয় নিশ্চিতের পর কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
এর আগে বুধবার বড়লেখার লাতু ও পাল্লাতল সীমান্ত দিয়ে মোট ৪৪ জনকে পুশইন করেছিল বিএসএফ। তার আগে আরও ৫৮ জনকে একইভাবে তারা ঠেলে দিয়েছিল বাংলাদেশের ভেতরে।
এই ১৪জনসহ গত কয়েকদিনে মোট ১১৭জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের প্রায় সবার পরিচয় সনাক্তের পর জানা গেছে, তাদের প্রায় সবার বাড়িই যশোরের বিভিন্ন এলাকায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host