ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
জগন্নাথপুরে অসহায় এক ব্যক্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অসহায় ব্যক্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে।
জানাগেছে, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে গ্রামের এক ভিক্ষুক মহিলার সাথে ঝগড়া করার দায়ে গ্রামের হীরা মিয়ার ছেলে প্রভাবশালী ব্যক্তি হারুন মিয়া ও তার লোকজন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে অসহায় ব্যক্তি ছাতির মিয়াকে(৫৫) লোহার শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করেন।
সরজমিনে দেখা যায়, ছাতির মিয়ার পায়ে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ সময় নির্যাতিত ব্যক্তি ছাতির মিয়া বলেন, গ্রামের এক ভিক্ষুক মহিলার সাথে আমি ঝগড়া করেছিলাম। যে কারণে হারুন মিয়া ও তার লোকজন আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে অনেক মারপিট করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রভাবশালী ব্যক্তি হারুন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার পরিবারে নালিশ দিয়েও বিচার না করায় আমি তাকে শাস্তি দিয়েছি।
যোগাযোগ করা হলে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech