সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানিম খানের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানিম খানের মৃত্যুবার্ষিকী পালন

২০১৮ সালের ৭ই জানুয়ারি সন্ত্রাসীদের হামলায় নিহত সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা শহীদ তানিম খানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত স্মরণসভায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান মামুন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ বদরুল, এম সি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হুসেন, জাহেদ আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র সম্পাদক হুসেন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কান্তি কর, সাবেক সদস্য জ্যোতিষ্ময় দাস সৌরভ, জেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, শামীম আলি, জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা সম্পাদক ফাইয়াদ জামিল, সাবেক উপ আইন সম্পাদক কাউসার উদ্দিন আহমেদ, এম সি কলেজ ছাত্রলীগ নেতা নাজির হুসেন, সাইফুর রহমান, দেলোয়ার হুসেন রাহি, সেলিম আহমেদ, তাফসির আহমেদ জাকা, তারেক আহমেদ, নিতুল ভৌমিক নিটু, রবিউল হাসান, মাহফুজুর রহমান মাসুম, শিহাব খান, হাবিব হুসেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল হক, রাওয়ান আহমেদ, ইমতিয়াজ শোভন, সাহান আহমেদ, আহমেদ উদ্দিন সাজন, আহমেদ আব্দুল্লাহ, মাসুম আহমেদ প্রমুখ।

স্মরণসভায় বক্তারা নিহত তানিম খানের বিভিন্ন স্মৃতিচারণ করে তানিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং একিসাথে তানিম খানের হত্যার সাথে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান।

স্মরণ সভা শেষে কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা এহসানুর রহমান এহসান মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় তানিম খান ছাড়াও সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ২০০৩ সালে ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে নিহত সরকারি কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা আকবর সুলতানের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর