বাঁচতে চায় কলেজ শিক্ষার্থী লিমা

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

বাঁচতে চায় কলেজ শিক্ষার্থী লিমা

সিলেট সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দা লিমা বেগম (১৯) জটিল কিডনী রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে দুটি কিডনী ড্যামেজ হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। অসুস্থ্ লিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের মেয়ে।

সৈয়দ শফিকুল ইসলামের মধ্যবিত্তের পরিবার। কোন রকমে ছেলে সন্তান নিয়ে বেঁচে আছেন। এতোদিন আত্মীয়স্বজনের সাহায্যার্থে মেয়ে লিমা বেগমের চিকিৎসা চলছিল। কিন্তু লিমার দুটি কিডনী নষ্ট হওয়ায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। যা তার পরিবার ও আত্মীয়স্বজনের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

লিমাকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের অনুরোধ করেছেন লিমার ভাই সৈয়দ রাসেল আহমদ। সাহায্য পাঠানোর ঠিকানা- ০১৭২৬০৯৬২৭৮ (বিকাশ), ব্যাংক একাউন্ট নাম্বার- ৩৬১৮৪ অগ্রণী ব্যংক হেতিমগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট।

অসুস্থ লিমা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে ডা.আলমগীর চৌধুরী ও সৈয়দ শামসুদ্দিন হাসপাতালের ডা. নাজমুস সাকিবের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর