ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল হাসনাত হাসনু মিয়া ও সমাজসেবক সাহাব উদ্দিন অনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার রাতে প্রবাসী আবুল হাসনাত হাসনু মিয়ার বাড়িতে ৩,৪ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন পরবর্তী কর্মীসভায় তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ছায়াদ আলীর সভাপতিত্বে ও ডা. আজমল হোসেনের পরিচালনায় কর্মীসভা ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, কামরুজ্জামান কামরুল, ফয়েজ আহমদ, হাসান আহমদ হাসনু, আব্দুল হান্নান, মসলাই মিয়া, শ্রমিক লীগ নেতা আব্দুল জলিল, যুব মহিলা লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিক উদ্দিন আহমদ, এনামুল হক চৌধুরী খান, ইসলাম উদ্দিন, মিসবাহ উদ্দিন, সাজু আহমদ, আলবাব আহমদ, ছাত্রলীগ নেতা মিফতা আহমদ মুন্না, কয়েছ আহমদ, মনি আহমদ, সাব্বির আহমদ প্রমুখ।
যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল হাসনাত হাসনু মিয়া জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। সারাজীবন মুক্তিযুদ্ধের পরে শক্তির সাথে কাজ করে যাবেন বলেও তিনি আশাবাদব্যক্ত করেন।
আবুল হাসনাত হাসনু মিয়া একাধারে বাংলাদেশ যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, গোলাপগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক, ঝংকার সংগঠনের সদস্য ও বাংলাদেশ সোসাইটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech