ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের নেগাল জোসনা হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন উপলক্ষে সুধি সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তেরাব আলীর সভাপতিত্বে এবং সহ সভাপতি হাফিজ আব্দুল জলিল ও সদস্য লায়েছ আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মেম্বার সমস উদ্দিন, মকবুল হোসেন, গাজীরপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুস শহিদ, বিশিষ্ট মুরব্বী ঝাড়ন মিয়া, নাসির উদ্দিন, সুজাই মিয়া, ইউসুফ আলী, আব্দুল করিম, জয়নাল আহমদ, হাবুল চন্দ্র নাথ, বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ চৌধুরী, গোপা ঘোষ, সমাজকর্মী আব্দুস সালাম প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সুধি সমাবেশে পূর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুস শহিদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্ত বলেন, শিক্ষার আলোয় দেশ আলোকিত করতে সরকারের পাশাপাশি প্রবাসী বিত্তবানগণ নিরলসভাবে শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব তার ব্যক্তিগত উদ্যোগে ৩০ শতক ভূমি বিদ্যালয়ের নামে দান করে অত্র এলাকায় শিক্ষার পথ সুগম করেছেন। এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech