ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
সংযুক্ত আরব আমিরাতস্থ সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের দায়িত্বশীলদের মাঝে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সারজার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন সম্প্রতি আরব আমিরাতে সফররত দৈনিক বিজয়ের কণ্ঠ সম্পাদক ও প্রকাশক জে.এ কাজল খান।
মতবিনিময় সভায় পরিষদের দায়িত্বশীলদের মাঝে উপস্থিত ছিলেন- দুবাই আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সমাজসেবক হাজী শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো, হাবিবুর রহমান হাবিব, পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ দেলওয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ছালেহ আহমদ, অর্থ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কালাম আজাদ প্রমুখ।
মতবিনিময় সভায় পরিষদ নেতারা সিলেটের উন্নয়নে তাদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন ও তাদের প্রবাস জীবনের সুখ-দুঃখের কথা আলোচনা করেন।
তারা বলেন, কোন সিলেটী তথা বাংলাদেশের যেকোন নাগরিক আরব আমিরাতে এসে বিপদে পড়লে তারা তাঁর পাশে দাঁড়ান ও পরিষদের প থেকে সবরকম সহযোগিতা প্রদান করে থাকেন। ইতিপূর্বেও সিলেটী ও প্রবাসী সিলেটীদের প্রতি তাদের সহযোগিতার হাত প্রসারিত ছিল এবং আমাগীতেও তা অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ জানান, কদাপি প্রবাসে কোন সিলেটী প্রবাসী মারা গেলে এই পরিষদের প থেকে আরব আমিরতস্থ বাংলাদেশ কনস্যুলেট-এর সাথে যোগাযোগ করে তাঁর মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই সাথে মৃত পরিবারের সাথে যোগাযোগ করে লাশপ্রাপ্তির বিষয়ে নিশ্চিত হওয়া ও সাহায্য সহযোগিতা করা হয়ে থাকে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় শেষে পরিষদের নেতৃবৃন্দের হাতে দৈনিক বিজয়ের কণ্ঠ’র বর্ষপূর্তী সংখ্যার সৌজন্য কপি তুলে দেন কাজল খান। বিপরীতে তারা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও ম্যাগাজিন প্রকাশনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech