মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সঙ্কটাপন্ন করছে ইসরাইল: ফ্রান্স

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৯

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সঙ্কটাপন্ন করছে ইসরাইল: ফ্রান্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব মধ্যপ্রাচ্য (ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে) শান্তি প্রক্রিয়াকে সঙ্কটের মধ্যে ফেলেছে।

বুধবার রাজধানী প্যারিসে ইসরাইলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এর আগে দুই নেতা বৈঠক করেন।

তুর্কি গণমাধ্যম আনাদলু বলেছে, ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ধাপে ধাপে ইসরাইলি দখলদারিত্ব বৃদ্ধি সমাধান প্রক্রিয়াকে (ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে) সঙ্কটাপন্ন করেছে এবং এর ফলে সহিংসতা সৃষ্টি হচ্ছে।’

ইসরাইলি প্রেসিডেন্টের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান ম্যাঁখো।

তিনি বলেন, ফ্রান্সের কাছে যেসব গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে তার মধ্যে ইসরাইলের নিরাপত্তাও একটি।

এ ছাড়া জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন ফরাসি প্রেসিডেন্ট।

অন্যদিকে, ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মকাণ্ড আঞ্চলিক তথা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, ইসরাইলের কাছে যার অনেক গুরুত্ব রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর