গোলাপগঞ্জে ২য় দিনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৭১টি মামলা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

গোলাপগঞ্জে ২য় দিনে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ৭১টি মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের ২য় দিনে আরো ৭১টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। শনিবার দিনভর গোলাপগঞ্জ মডেল থানা সম্মুখে এ অভিযানের নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলওয়ার হোসেন।

এ সময় গাড়ির কাগজপত্র ও লাইসেন্স ঠিক না থাকায় ৩৬টি সিএনজি অটোরিক্সা, ৩০টি মোটর সাইকেল ও ৫টি প্রাইভেট কারের উপর মামলা দায়ের করা হয়।

এদিকে গত বৃহস্পতিবার একই অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে গাড়ির কাগজপত্র ও লাইসেন্স ঠিক না থাকার অভিযোগে আরো ৭০টি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর