ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানের ২য় দিনে আরো ৭১টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। শনিবার দিনভর গোলাপগঞ্জ মডেল থানা সম্মুখে এ অভিযানের নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলওয়ার হোসেন।
এ সময় গাড়ির কাগজপত্র ও লাইসেন্স ঠিক না থাকায় ৩৬টি সিএনজি অটোরিক্সা, ৩০টি মোটর সাইকেল ও ৫টি প্রাইভেট কারের উপর মামলা দায়ের করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার একই অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে গাড়ির কাগজপত্র ও লাইসেন্স ঠিক না থাকার অভিযোগে আরো ৭০টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক শিবলী অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech