লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন

একজন শিক্ষিত নারী শুধু পরিবারকেই নয়
গোটা সমাজকে পরিবর্তন করতে পারে
-মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি


ডেস্ক প্রতিবেদন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার উন্নয়নে অত্যান্ত আন্তরিক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ বৃদ্ধি সহ নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার ফলে দেশে আজ দিন দিন শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশের নারীর শিক্ষার হার আজ ঊর্ধ্বমূখী।

তিনি বলেন, একজন শিক্ষিত নারী শুধু একটি পরিবারকেই নয় গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করতে পারে। তবে এজন্য সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে শিক্ষার্থীদেরকে সামনে এগিয়ে যেতে হবে। একটি সুখী-সমৃদ্ধশালী দেশ গঠনের অংশীদার আজকের নারী সমাজ বিভিন্ন পেশায় তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রেখে নিজেকে বিসিএস ক্যাডার হিসেবে গড়ে উঠতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ২৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন ও শীতকালীন পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শারিমন সুলতানা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশ প্রথম করদাতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ভাষ্কর রঞ্জন দাম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ডাঃ মোঃ শামিমুর রহমান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সালমা বাছিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী মাহমুদ হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ চুনু মিয়া, কলেজ গভর্নিং বডির সদস্য হাজী বাবুল মিয়া, সিরাজুল ইসলাম এরশাদ, আব্দুল হাই খসরু, দেলোয়ার হোসেন জোয়ারদার, সহকারী অধ্যাপক মিজানুল কবির, শিক্ষাদের পক্ষে বক্তব্য রাখেন আইরিন আক্তার লিজা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তানিয়া আক্তার ও গীতা পাঠ করে শিক্ষার্থী সরস্বাতী রায়।

আলোচনা সভার আগে প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কলেজের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপস্তর স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও পীঠা উৎসবের উদ্বোধন করেন। পীঠা উৎসবের ১৪টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর