সবাইকে ছাপিয়ে তাসকিন, তারপরে সাকিব-মাশারাফি

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

সবাইকে ছাপিয়ে তাসকিন, তারপরে সাকিব-মাশারাফি

ক্রীড়াকণ্ঠ ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে বোলিং বিভাগে রাজত্ব করছেন বাংলাদেশি বোলারারা। তবে ব্যাটিংয়ে বিদেশিরাই মাঠ মাতাচ্ছেন তামিম-সাকিবদের ছাপিয়ে।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২০ উইকেট শিকার করে সবার উপরে অবস্থান করছেন সিলেট সিক্সার্সের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ইনজুরি-অফ ফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এ পেসার। বিপিএলে দুর্দান্ত খেলে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের দলেও।

তাসকিনের পরেই অবস্থান করছেন আরও দুই বাংলাদেশি। এ দুইজন হলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং অন্যজন হলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব এবার নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ডায়নামাইটসকে আর রংপুর রাইডার্সের নেতৃত্বে আছেন মাশরাফি বিন মর্তুজা।

সাকিব আল হাসান মাত্র ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১৭ উইকেট। তার ওভার প্রতি ইকোনমি রেটও দেখার মতো। তিনি ওভারপ্রতি খরচ করেছেন ৭.৩৩ রান। সাকিব থেকে এক ম্যাচ বেশি খেলে ১৭ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওভার প্রতি মাশরাফি খরচ করেছেন মাত্র ৬.৩৩ রান।

বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শহীদ আফ্রিদি। ১০ ম্যাচে আফ্রিদি শিকার করেন ১৫টি উইকেট। রান খরচের দিক দিয়ে আফ্রিদি বেশ কৃপণ ছিলেন। তিনি ওভার প্রতি খরচ করেছেন মাত্র ৫.৭১ রান করে।

এ ছাড়া রংপুর রাইডার্সের শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও রাজশাহী কিংসের আরাফাত সানি নিয়েছেন ১৪টি করে উইকেট। চিটাগং ভাইকিংসের খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন ১৩টি করে উইকেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর