স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

সিলেট প্রেসক্লাবের সভাপতি একরামুল কবির বলেছেন, এগিয়ে চলেছে বিশ্ব। অগ্রসরমান বিশ্বের সঙ্গে সমানতালে চলতে যুগোপযোগী শিক্ষার বিকল্প কিছু হতে পারে না। শিক্ষাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করে তুলতে হলে প্রাথমিক পর্যায় থেকেই একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে। দেহ ও মনকে সুস্থ রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অনুশীলন করতে হবে। তিনি আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান।

তিনি ৩০ জানুয়ারি বুধবার সকালে সিলেট নগরের দক্ষিণ সুরমা শিববাড়িস্থ খেলার মাঠে স্টারলাইট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্টারলাইট একাডেমির অধ্যক্ষ মো. আনোয়ার আলী সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রফিকুল আমিন ও অনরুম অধিকারীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজলিংক গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আবু জাহাঙ্গীর, বি.এল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুরুল ইসলাম বাবুল।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক বদরুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক আমির হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন রায়হানা বেগম, আবুল হোসেন, শিক্ষর্থীর মধ্যে হামিদ ফয়সাল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক রুহুল আমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশ সিলেটের কার্যনির্বাহী সদস্য নওশাদ আহমদ চৌধুরী, বিজলিংক গ্রুপের নরুল ইসাাম, সাদেক খান, শফিকুল আলম মফিজ, একাডেমির কো-অর্ডিনেটর নিজাম হোসেন, শিক্ষক মামুনুর রশিদ, জহিরুল ইসলাম, সেলিম উদ্দিন, জামাল হোসেন, নুরুল আম্বিয়া, আসাদুল্লাহ শিবলী, রোকসানা বেগম, কুলসুমা বেগম তান্নি, আয়েশা বেগমা, দিলরুবা বেগম, সিদ্ধার্থ প্রমুখ।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর