ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯
হিলসিটি একাডেমি শিবগঞ্জ শাখার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলসিটি একাডেমির পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. হেনা সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুরা হচ্ছে না ফোটা ফুলের কলি। তাদেরকে ফুটিয়ে তুলতে শারিরীক ও মানসিক বিকাশের জন্যে লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধুলায়ও অংশগ্রহণ প্রয়োজন। একই সাথে তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে। প্রতিযোগিতার মনোভাব ভেতরে জাগিয়ে তুললে জীবন ও সংগ্রামের ধারায় তারা ভবিষ্যতের উজ্জল নক্ষত্র হয়ে উঠবে।
স্কুলের মনিটর বেগম নূর মহল চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষিকা কান্তা রায় ও সৈয়দ রোহিনা হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের সহকারী মনিটর বনশ্রী এম.চৌধুরী, শাহার বান আক্তার রানু, আশ্রাফুন নেসা রহমান। অভিভাবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফারুক আহমদ।
এর আগে সকাল ৯টায় স্কুলে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত ও একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারি.. একুশের এ গান পরিবেশনের মাধ্যমে স্কুলের পরিচালক অধ্যাপক মো. হেনা সিদ্দিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র আজহার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে অনুষ্ঠানে বিগত প্রাথমিক সমাপনী পরীক্ষায় ‘এ’প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয় এবং শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে চকলেট দৌড়, দড়িলাফসহ বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
উল্লেখ্য, বুধবার প্লে গ্রুপ থেকে স্ট্যান্ডার্ড ওয়ানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech